Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগ
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

থানা, এসপি অফিস

ওসি

থানা

২-৩ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগের জন্যপুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়।পুলিশ সুপার আবেদনের বিষয়টি যাচাই-এর জন্য ওসি-কে নির্দেশ দেন। ওসি’র প্রতিবেদন/ সুপারিশের প্রেক্ষিতে এসপি এতদসংক্রান্ত অনুমতি প্রদান করে ফোর্স/পুলিশ নিয়োগ দেন অথবা আবেদন না মঞ্জুর করেন।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

অফিসার ইন চার্জ বরাবর আবেদনকরতে হয়

 

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, মালামালের বিবরণ ইত্যাদি

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

 

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১। পুলিশ আইন- ১৮৬১ এর ২৩ ধারা 
২। পিআরবি/১৯৪৩-  ৩৭৭ বিধি

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সাকের্ল এ এস পি

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

সচেতনতার অভাব

)সরকারি পর্যায়

জনবলের ও লজিস্টিকের আভাব

বিবিধ/অন্যান্য