Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মিছিল, সভা, সমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি প্রদান
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

এসপি অফিস, থানা

ওসি, এসপি

এসপি অফিস, থানা

৪-৭ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

আবেদনকারীকে মিছিল, সভা, সমাবেশ, মাইক ব্যবহার ইত্যাদির অনুমতির জন্য পুলিশ সুপারের (এসপি) বরাবর আবেদন করতে হয়। পুলিশ সুপার তদন্ত করার জন্যঅফিসার ইনচার্জের (ওসি)নির্দেশ দেন। ওসি তদন্ত করে এসপি’র নিকট প্রেরণ করেন। প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিবেচনা করে অনুমতি প্রদান করা হয় অথবা অনুমতি প্রদান সম্ভব নয় মর্মে জানিয়ে দেয়া হয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলী

জন ভোগান্তি বা আইন-শৃঙ্খলার পরিপন্থী হওয়া যাবে না

দরকারি কাগজপত্র (ডকুমেন্টস)লিষ্টসহ

প্রযোজ্য নয়

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

 

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১। সিআরপিসি -১৮৯৮  এর ১২৭, ১২৮ ও ১২৯ ধারা 

২। পুলিশ আইনের- ১৮৬১ এর ৩০, ৩১ ও ৩২ ধারা 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সাকের্ল এ এস পি

 

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

জনগণের অসচেতনতা

)সরকারি পর্যায়

 

বিবিধ/অন্যান্য