Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদানের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

থানা

ওসি, এসআই/ এএসআই

থানা

১ ঘণ্টা থেকে ২/৩ দিন পর্যন্ত

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

ইভ টিজিং, মোবাইল ফোনে উত্যক্তকরণ, বা হুমকি প্রদান ইত্যাদি ঘটনার প্রেক্ষিতে অফিসার ইন চার্জ বরাবরবিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনকরতে হয়। ডিউটি অফিসার আবদনের প্রেক্ষিতে সাধারণ ডায়েরি করেন এবং ওসি’র নিকট বিষয়টি উথ্থাপন করেন। ওসি তাৎক্ষণিক ঘটনা স্থলে যাওয়ার জন্যএসআই/ এএসআই-কে নির্দেশ দেন। মোবাইল ফোনে উত্যক্ত করার বিষয়টি উদঘাটনের জন্য প্রয়োজনে টেকনোলজি ব্যবহারসহ মোবাইল অপারেটরের সহায়তা গ্রহণ করা হয়। এভাবে অপরাধীদের আইনের আওতায় আনা হয়।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

অফিসার ইন চার্জ বরাবর আবেদন

 

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

 

সংশ্লিষ্ট আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা

১। সিআরপিসি -১৮৯৮/১০৭ ধারা

২।দন্ড বিধি/১৮৬০- ৫০৬, ৩৮৭, ৩৮৬, ৩৮৫ ধারা

৩। পিআরবি-১৯৪৩/৩৭৭

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সাকের্ল এ এস পি

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

সচেতনতার অভাব

)সরকারি পর্যায়

ডাটাবেজ নেই

প্রয়োজনীয় জনবল ও লজিষ্টিক সাপোর্টের অভাবে সমস্যা হয়

বিবিধ/অন্যান্য