Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পুলিশ ক্লিয়ারেন্স সনদ
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মাচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

থানা, এসপি অফিস

 

১. ওসি

২. এসপি

থানা / পুলিশ সুপার

০৫-০৭ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সোনালী ব্যাংক/ বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ৫০০/- টাকার ট্রেজারি চালানসহ ওসি/এসপি/ পুলিশ কমিশনার বরাবর আবেদন করতে হবে। ওসি পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করার জন্যএসআই-কে নির্দেশ প্রদান করেন। রিপোর্ট প্রাপ্তির পর পুলিশক্লিয়ারেন্সসনদ প্রদানের উপযুক্ত হলে প্রস্তুত করা হয় অন্যথায় বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিস্বাক্ষরের জন্য পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়। পুলিশ সুপারপ্রতিস্বাক্ষর করে ওসি’র নিকট প্রেরণ করেন। থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ আবদেনকারী সংগ্রহ করতে পারেন।

বি: দ্র: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিস্বাক্ষর গ্রহণ করতে হয়। তবে এক্ষেত্রে আবেদনকারী নিজ দায়িত্বে অথবা এসপি, ডিএসবি-এর মাধ্যমে করতে পারেন।

মহানগর এলাকায় ওয়ানস্টপ সার্ভিস চালু আছে এবং এক্ষেত্রে আবেদনকারী মহননগর এলাকার হলে ওয়ানস্টপ সার্ভিস হতে এ সেবা পেতে পারেন।

সেবা প্রাপ্তির শর্তাবলি

. আবেদনকারীকে আবেদনকৃত থানা এলাকার (স্থায়ী অথবা অস্থায়ী) বসবাসকারী হতে হবে।

২. প্রবাসীগণ সংশ্লিষ্ট দূতাবাস/কনসুলার অফিসের মাধ্যমেআবেদন করবেন অথবা আবদেনকারীর লিখিত অনুমোদন সাপেক্ষে তার মনোনীত ব্যক্তি আবেদন দাখিল এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। স্পেনের ক্ষেত্রে সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে আবেদন করতে হবে।

৩. মহানগরের ক্ষেত্রে পুলিশ কমিশনার বরাবর আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

আবদেনপত্র, টাকা জমাদানের রসিদ

পাসপোর্টের সত্যায়িত কপি

জাতীয়তা / নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

৫০০ টাকা

সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/ নীতিমালা

ডিএসবি নির্দেশিকা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সার্কেল এএসপি, ডিআইজি

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

সঠিক ভাবে আবেদন করতে না জানা

খ) সরকারি পর্যায়

ঠিকানা সনাক্ত করতে জটিলতা হয়

সকল কিছু যাচাই করতে সময় লাগে

 

বিবিধ/অন্যান্য