Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ ডায়েরি
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

থানা

 

১. ডিউটি অফিসার

২. তদন্তকারী কর্মকর্তা

৩. ওসি

থানা

১ ঘণ্টা থেকে ৭ দিন পর্যন্ত

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সাধারণ ডায়েরি করার জন্য ওসি বরাবর আবেদন করে থানার ডিউটি অফিসারের নিকট দাখিল করতে হয়। ডিউটি অফিসার আবেদনটি সাধারণ ডায়েরি রেজিস্টারে এন্ট্রি দিয়েআবেদনকারীকে জিডি নং প্রদান করে থাকেন। ডিউটি অফিসার আবেদনটি ওসি’র নিকট উপস্থাপন করেন। ওসি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্তের ব্যবস্থা করেন। তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে এখতিয়ারভুক্ত হলে ব্যবস্থা গ্রহণ করেন অন্যথায় উর্ধ্বতন কর্তৃপক্ষ/ আদালতে রেফার করেন।

সেবা প্রাপ্তির শর্তাবলি

নাগরিকের জনা ও মালের প্রতি হুমকি বা ক্ষতি সংক্রান্ত যে কোন বিষয়ে জিডি করা যায়

 

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন পত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে 

 

সংশ্লিষ্ট আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা

১। সি আর পি সি/১৮৯৮ -১৫৪,১৫৫ ধারা

২। পিআরবি /১৯৪৩- ৩৭৭ বিধি

৩। পুলিশ আইন /১৮৬১- ৪৪ধারা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সাকের্ল এএসপি

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

প্রত্যন্ত গ্রাম থেকে আসা কষ্টকর

)সরকারি পর্যায়

১. নাগরিকদের ডাটা বেজ নাই

২. জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাব থাকে

বিবিধ/অন্যান্য