Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বৈধ আগ্নেয়াস্ত্র জমা রাখা
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মাচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

থানা

১. ডিউটি অফিসার

২. ওসি

থানা

৩০ -৬০মিনিট

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

বৈধ আগ্নেয়াস্ত্রের মালিক ব্যাক্তিগত ভাবে অথবা সরকারি নির্দেশে অস্ত্রটি থানাতে জমা দিতে আসলে প্রথমে একটি আবেদন করতে হয়। ডিউটি অফিসার আস্ত্রের কাগজপত্র পর্যবেক্ষণ করে বিস্তারিত তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করে জিডি নংদিয়ে আবেদনকারীকে একটি কপি বুঝিয়ে দেন। অত:পর বৈধ অস্ত্রটি থানার মালখানায় নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে জিডির কপিটি দাখিল সাপেক্ষে আস্ত্রটি নিজের হেফাজতে নিতে পারেন।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

সেবা গ্রহণকারির  আগ্নেয়াস্ত্রবৈধ হতে হবে

 

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

সংশ্লিষ্ট আইন-কানুন/ বিধি-বিধান/ নীতিমালা

অস্ত্র আইন ১৮৭৮ এর ১৬ ধারা 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

সাকের্ল এএসপি

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

সচেতনতারঅভাব

)সরকারি পর্যায়

থানায় অস্ত্রাগারে সংরক্ষণ উপকরণেরঅভাব

বিবিধ/অন্যান্য

নির্বাচনের আগে কখনও কখনও সরকার সকল বৈধ অস্ত্র জমাদান বাধ্যতামূলক করেন